মালালাকে গুলি করা জঙ্গি জেল থেকে পালিয়েছে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বামদিক থেকে এহসান ও ডানদিকে মালালা, ছবি: সংগৃহীত

বামদিক থেকে এহসান ও ডানদিকে মালালা, ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা জঙ্গিগোষ্ঠী তালেবানের সদস্য এহসানুল্লাহ এহসান জেল থেকে পালিয়ে গেছেন। পালানোর পর এক অডিও বার্তায় নিজেই এ কথা স্বীকার করেছেন তিনি। যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে এহসানুল্লাহ দাবি করে বলেন, আল্লাহর অশেষ রহমতে ১১ জানুয়ারি পাকিস্তানি সুরক্ষা সংস্থাগুলোর বন্দিদশা থেকে মুক্তি পেয়েছি।

বিজ্ঞাপন

নিজের অবস্থান না জানিয়ে তিনি বলেন, শীঘ্রই তার বন্দিদশা সম্পর্কে তিনি বিস্তারিত বক্তব্য দেবেন।

২০১২ সালে মেয়েদের শিক্ষার প্রচারের জন্য পাকিস্তানের সোয়াত উপত্যকায় মালালা ইউসুফজাইকে (২২) গুলি করেন এহসান। এছাড়া ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে জঙ্গি হামলায় প্রধান অভিযুক্ত ছিলেন তিনি। ওই ঘটনায় মারা যায় স্কুলটির ১৩২ জন শিশু।

অডিও ক্লিপে তিনি আরও জানান, চুক্তির আওতায় ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি তিনি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর নিকটে আত্মসমর্পণ করেছি। কিন্তু তারা ওই চুক্তির প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। আমি চুক্তিটি প্রায় তিন বছর অনুসরণ করেছি।

তবে ওই অডিও ক্লিপের ব্যাপারে পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করা হয়নি।