ইতালিতে ট্রেন লাইনচ্যুত হয়ে দুইজন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লাইনচ্যুত হওয়া ট্রেনটি, ছবি: সংগৃহীত

লাইনচ্যুত হওয়া ট্রেনটি, ছবি: সংগৃহীত

ইতালিতে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে দেশটির উত্তরের প্রদেশ লোদিতে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

ইতালির নাগরিক সুরক্ষা ইউনিটের প্রধান জানান, লাইনচ্যুত হয়ে মারা যাওয়া দুজনই ট্রেনটির চালক। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে। তবে আহত কারও অবস্থা গুরুতর নয়।

ট্রেনটি মিলান থেকে দক্ষিণ শহর সালোর্নো যাচ্ছিল। ট্রেনটি প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলত বলে বলে জানা গেছে।

এদিকে লাইনচ্যুত হওয়ার ফলে মিলান-বলোগনা রুটের সমস্ত রেল সেবা স্থগিত করা হয়েছে।

ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন আঞ্চলিক সরকার প্রতিনিধি মার্সেলো কার্ডোনা।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫.৩০ মিনিটে মিলন থেকে প্রায় ৪০ কিলোমিটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটিতে মাত্র ৩৩ জন যাত্রী ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।