করোনা ভাইরাস: ৩০ ঘণ্টার শিশু আক্রান্ত

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের উহান শহরে ৩০ ঘণ্টার এক শিশু নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটি করোনায় আক্রান্ত সবচেয়ে কমবয়সী।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

সিনহুয়া বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এই সংক্রমণের খবর প্রকাশ করেছে। তারা তাদের প্রতিবেদনে জানিয়েছে, নতুন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানে ২ ফেব্রুয়ারি একটি স্থানীয় হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করে। শিশুটির জন্মের আগে তার মা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে কীভাবে মায়ের থেকে ভাইরাসটি সংক্রামিত হয়েছে তা স্পষ্ট নয়।

তারা আরও জানায়, জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ দশমিক ২৫ কেজি। শিশুটি এখন স্থিতিশীল অবস্থায় এবং পর্যবেক্ষণে রয়েছে।

শিশুটি তার মায়ের গর্ভেই করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে চিকিৎসকরা। তবে জন্মগ্রহণের পর মায়ের নিকটে থাকায়ও সংক্রামিত হতে পারে বলে জানায় তারা।

উহান শিশু হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান জেং লিঙ্ককং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, ঘটনাটি মা দ্বারা সন্তানরা আক্রান্ত হতে পারে বলে আমাদের মনে করিয়ে দেয়।

নতুন করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মারা গেছে ৫৬৩ জন। আক্রান্তের পরিমাণ ২৮ হাজার ছাড়িয়েছে। তবে আক্রান্তের মধ্যে শিশুদের সংখ্যা খুবই কম। ইতিমধ্যে চীনসহ বিশ্বের ২৮টি দেশে এ ভাইরাসের বিস্তার ঘটেছে।