করোনা ভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ৫৬৪

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীন ও এর বাইরে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জন। প্রাণঘাতী এই ভাইরাসে একদিনেই কেড়ে নিয়েছে হুবেই প্রদেশের ৭০ জনের প্রাণ। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে দুই হাজার ৯৮৭ জন।

বিজ্ঞাপন

চীনের বাইরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। গত মঙ্গলবার হংকংয়ে একজন ও গত সপ্তাহে ফিলিপাইনে একজন মারা যান। তারা দুইজনই করোনা ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান ফেরত ছিলেন।

এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ২৭ হাজারেরও বেশি বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

ইতিমধ্যে চীনসহ বিশ্বের ২৮টি দেশে এ ভাইরাসের বিস্তার ঘটেছে। এর মধ্যে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের বিষয় নিশ্চিত করা হয়।