রোম হোক শান্তির শহর: পোপ ফ্রান্সিস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে: রোমকে চিরস্থায়ী সংহতি ও শান্তির স্থান হিসাবে গড়ে তোলার জন্য বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অপেরা থিয়েটারে রোমকে ইতালির রাজধানী ঘোষণার ১৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় ইতালির রাষ্ট্রপতি সের্জিও মাত্তেলা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন ।

ইতালির নবজাতক কিংডম ১৮৭১ সালের ৩ ফেব্রুয়ারি রোমকে রাজধানী হিসাবে ঘোষণা করে, শহরটি জিউসেপে গারিবলির নেতৃত্বে ইতালীয় বাহিনীর হাতে পড়ে।

পোপ ফ্রান্সিস রোমের ঘোষণাকে ইতালির রাজধানী হিসাবে অভিহিত করেছিলেন "একটি প্রভিডেন্সিয়াল ইভেন্ট, যা সেই সময় নীতিবিদদের এবং সমস্যাগুলির দিকে পরিচালিত করেছিল।"

পোপ ফ্রান্সিস আরও বলেন, দেড় শতাব্দী ধরে রোমের পরিবর্তন হয়েছে।

পরিশেষে পোপ ফ্রান্সিস বলেন, রোম হবে চিরস্থায়ী শান্তি ও ভ্রাতৃত্বপূর্ণ শহর।