চীনে করোনাভাইরাসে ৪২৬ জনের মৃত্যু, আক্রান্ত ২০ হাজার

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৬ জন এবং আক্রান্তের সংখ্যা বিশ হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিবিএস নিউজ জানায়, ক্রমশ এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ডাব্লিউএইচও।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) ৩৬১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে চীন সরকার। এখনও পর্যন্ত এক দিনের ব্যবধানে এত বেশি সংখ্যক মৃত্যু হয়নি বলেও জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ার একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোরিয়াতে ১৬ জন আক্রান্ত হয়েছে। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) চীনের বাইরে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ফিলিপাইনে এক জনের মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তি চীনা নাগরিক ছিলেন বলেও জানানো হয়।  

ইতোমধ্যে চীনের বাইরে ২৫টি দেশে এ ভাইরাসের বিস্তার ঘটেছে। এর মধ্যে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের বিষয় নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে চীনে এক মরণঘাতী ভাইরাসে আট হাজার মানুষ আক্রান্ত হয়ে ৭৭৪ জনের মৃত্যু হয়।