যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘করোনা’ ভীতি ছড়ানোর অভিযোগ চীনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

নতুন করোনা ভাইরাসের বিশ্বব্যাপী ভীতি ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এর প্রাদুর্ভাব ঠেকাতে কোনো প্রকার সাহায্য করেননি। সোমবার (৩ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম যারা চীন থেকে তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তারা প্রথম চীনে ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দেয়। তারা যা করেছে তা কেবল ভয় তৈরি করে ও তা ছড়ায়।

বিজ্ঞাপন

চীনের উবেই প্রদেশের উহান থেকে নতুন করোনা ভাইরাসের উৎপত্তি হয়। আর গত মাসের ২৮ জানুয়ারি উহান থেকে মার্কিন নাগরিকদের ফেরত নিতে শুরু করে যুক্তরাষ্ট্র।

করোনার প্রাদুর্ভাবে গত মাসের ৩০ জানুয়ারি বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর ওই দিনেই চীনে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

হুয়া অভিযোগ করে বলেন, এটি স্পষ্টত যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী মহামারী প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশগুলোর বিপরীতে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।