মাত্র ৪৮ ঘণ্টায় চীনে ‘করোনাভাইরাস হাসপাতাল’

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাত্র ৪৮ ঘণ্টা অর্থাৎ দুদিনেই চীনে চালু হল ‘করোনাভাইরাস হাসপাতাল’।

মাত্র ৪৮ ঘণ্টা অর্থাৎ দুদিনেই চীনে চালু হল ‘করোনাভাইরাস হাসপাতাল’।

মাত্র ৪৮ ঘণ্টায় অর্থাৎ দুদিনেই চীনে চালু হল ‘করোনাভাইরাস হাসপাতাল’। কর্মী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে একটি খালি ভবনকে ১০০০ শয্যার হাসপাতালে রূপ দেয়া হয়েছে। হাসপাতালটির নাম দ্যবি মাউন্টেন রিজিওনাল মেডিক্যাল সেন্টার। 

বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় প্রথম দফায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের স্থানান্তর শুরু হবে। স্থানীয় গণমাধ্যমের বরাতে ডেইলি মেইল এ খবর প্রকাশ করে।

বিজ্ঞাপন

চীনে আরও তিনটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে দুইটি উহান শহরে এবং একটি জেংজু শহরে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩১ জন চীনা নাগরিকের প্রাণহানি হয়েছে করোনাভাইরাসে। সবশেষ জার্মানিতে এক ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত হয়েছে।

কর্তৃপক্ষ এই অবদানের জন্য নির্মাণকর্মী, পুলিশসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে।