দাবানলে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিয়েছেন অর্ধেক অস্ট্রেলিয়ান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দাবানলে ক্ষতিগ্রস্ত বনভূমি, ছবি: সাইট ম্যাগাজিন

দাবানলে ক্ষতিগ্রস্ত বনভূমি, ছবি: সাইট ম্যাগাজিন

প্রতি দুইজনের মধ্যে একজন অস্ট্রেলিয়ান নাগরিক দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান দিয়েছেন। সম্প্রতি ফান্ড রাইসিং ইন্সটিটিউট অস্ট্রেলিয়া (এফআইএ) এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে এফআইএ জানায়, দাবানলের জন্য সাহায্য সংগ্রহের পর থেকে প্রায় ৫৩ শতাংশ অস্ট্রেলীয় নাগরিক সাহায্য করেছে। এর মধ্যে ১৪ শতাংশ অনুদান এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে। আর বাকি অনুদান এসেছে চ্যারিটির মাধ্যমে।

বিজ্ঞাপন

প্রতি বছরেই অস্ট্রেলিয়ায় দাবানল সংগঠিত হয়। কিন্তু এই মৌসুমেরটি ছিল সবচেয়ে ভয়াবহ। গত চার মাসে দাবানলে মারা গেছে ৩৩ জন মানুষ। এছাড়া লক্ষ লক্ষ প্রাণী মারা গেছে। আর এবারের দাবানলে যতটুকু পুড়েছে তা গ্রিসের মোট আয়তনের থেকেও বেশি। দাবানলের ফলে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং অনেকে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পুনর্গঠনের লক্ষ্যে অস্ট্রেলিয়ানরা একে অপরকে সাহায্য করার জন্য ক্রমবর্ধমানভাবে একত্রিত হচ্ছে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দাবানলের জন্য এখন পর্যন্ত কয়েকশ মিলিয়ন ডলার অনুদান এসেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য সামনের ফেব্রুয়ারিতে তিনি পার্লামেন্টে একটি শোক প্রস্তাব তুলবেন।

এক বিবৃতিতে মরিসন জানান, এই দাবানল ধ্বংসাত্মক হয়ে উঠেছিল। তবে এই ভয়াবহ সময়ে আমরা অস্ট্রেলিয়ানরা তাদের চেতনাকে প্রদর্শন, ভালবাসা, সমর্থন, সাহস এবং উদারতার প্রদর্শন করতে দেখেছি।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড। কয়েক দফা বৃষ্টির পরেও এখনো কয়েকটি জায়গায় দাবানল দেখা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির দমকল বাহিনী কর্তৃপক্ষ।

দেশটির আবহাওয়া অধিদফতর সতর্ক করে জানিয়েছে, শীতল পরিস্থিতি শেষ হতে পারে। আবারও শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা বাড়বে।