করোনা নিরাময়ে এইডসের ওষুধ ব্যবহার!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এইডসের ওষুধ আলুভিয়া, ছবি: রয়টার্স

এইডসের ওষুধ আলুভিয়া, ছবি: রয়টার্স

করোনা ভাইরাসের প্রতিশোধক হিসেবে এইডসের ওষুধ ব্যবহার করে পরীক্ষা চালাচ্ছে চীনা স্বাস্থ্য কমিশন। রোববার (২৬ জানুয়ারি) ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাবভিআই এ তথ্য জানিয়েছে। আর যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

এ বিষয়ে অ্যাবভিআই'র উত্তর শিকাগোর মুখপাত্র অ্যাডেল ইনফ্যান্টে জানান, করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় চীনা স্বাস্থ্য কমিশন ওষুধটি তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করেছে।

বিজ্ঞাপন

অ্যাবভিআই কোম্পানির আলুভিয়া ওষুধটি এইডস রোগীদের জন্য ব্যবহার করা হয়।

গত সপ্তাহের বৃহস্পতিবার চীনা সরকার আক্রান্ত রোগীদের জন্য পরামর্শ প্রদান করে। তখন চীনা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ভাইরাসটির কার্যকরী কোনো প্রতিশোধক নেই। তবে তখন রিটোনাভির ট্যাবলেট খেতে বলা হয়। এছাড়া দিনে দুবার আলফা-ইন্টারফেরনের নেবুলাইজারের গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছিল।

করোনা ভাইরাসে সতর্কতা অবলম্বন করছে চীন

চীনের স্থানীয় সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরের একাধিক হাসপাতালে আক্রান্তদের ওপর এইডসের ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে।