দোষী সেনাদের বিচারের আওতায় আনার নির্দেশ

  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের আদেশ
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইসিজে'র বিচারক, ছবি: সংগৃহীত

আইসিজে'র বিচারক, ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর যেসব সেনারা অত্যাচার চালিয়েছে তাদের বিচারের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদনের বিষয়ে বিচারপতি আবদুলকোয়াই আহমেদ ইউসুফ আনুষ্ঠানিকভাবে এ আদেশ দেন। 

বিজ্ঞাপন

আইসিজে থেকে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর যেসব সেনারা অত্যাচার চালিয়েছে দেশটির সরকারকে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং তাদের বিচারের প্রতিবেদন চার মাসের মধ্যে জানাতে হবে। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনীকে হিউম্যান রাইটসের আইন মেনে চলতে হবে।

এছাড়া মিয়ানমারের সেনাবাহিনী অথবা নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যেন কোন গণহত্যায়, উষ্কানি কিংবা নির্যাতনের চেষ্টা না করে সেজন্যও ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।