মোদি বলছেন বিভ্রান্তি, সোনিয়া বিভক্তি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নরেন্দ্র মোদি এবং সোনিয়া গান্ধী/  ছবি: সংগৃহীত

নরেন্দ্র মোদি এবং সোনিয়া গান্ধী/ ছবি: সংগৃহীত

বিতর্কিত সিএএ আইন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নাগরিকত্ব ছিনিয়ে নিতে নয়, বরং এই আইন নাগরিকত্ব দেওয়ার মঞ্চ। এই আইন শুধু পূর্বের আইনের সংশোধনী মাত্র। এই আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। 

রোববার (১২ জানুয়ারি) পশ্চিমবঙ্গের বেলুড় মঠে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি এই আইন সামনে না আনলে বিশ্ববাসী জানত না কীভাবে সংখ্যালঘুর ওপর নির্যাতন করা হয়। তরুণ প্রজন্মকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। চারদিকে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

শনিবার পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের প্রতিবাদে এবং সিএএ প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গবাসী ‘মোদি গো-ব্যাক’ স্লোগান দেয়।

এদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের উদ্দেশ্য ধর্মের ভিত্তিতে ভারতকে বিভক্ত করা। এটি বৈষম্যমূলক এবং বিভেদমূলক।

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনে (‘সিএএ’)- প্রতিবেশী দেশ থেকে মুসলিম বাদে অন্যান্য ধর্মের  মানুষজনকে নাগরিকত্ব দেওয়া হবে। এতে দেশটিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।