কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোমালিয়ার ইসলামপন্থি সংগঠন আল-শাবাব বাহিনী কেনিয়ার লামু কাউন্টিতে এক মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে।

রোববার (৫ জানুয়ারি) কেনিয়ার উওর উপকূলে অবস্থিত কেনিয়া ও মার্কিনিদের যৌথ এ সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

দেশটির সামরিক এক কর্মকর্তা জানায়, আল-শাবাব বাহিনী আকাশপথে অতর্কিত হামলা চালায়। এ ঘাঁটিতে কেনিয়া ও মার্কিনি সেনাসহ বেশ কয়েকটি দেশের সেনারা অবস্থান করছিল। তাদের সঙ্গে সেনাদের সংঘর্ষ এখনও চলমান। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত আহত-নিহতের কোনো তথ্য জানা যায়নি।

কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ হামলা চালানো হয়। তবে তারা হামলা করতে ব্যর্থ হয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ৪ হামলাকারীর মরদেহ শনাক্ত করা হয়েছে।

এদিকে, আল-শাবাব বাহিনী এক বিবৃতিতে জানায়, আমরা হামলা চালিয়ে ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এ ঘটনায় বেশ কিছু সেনা আহত হয়েছে। এই ঘাঁটি এখন আমাদের দখলে।