থাইল্যান্ডে নববর্ষে সড়কে মৃত্যু তিন শতাধিক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: ব্যাংকক পোস্ট

ছবি: ব্যাংকক পোস্ট

থাইল্যান্ডে নববর্ষ পালনের সময় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১৭ জন নিহত এবং ৩১৬০ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ বিভাগ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ তথ্য জানায়।

থাইল্যান্ডে নতুন বছর উপলক্ষে ছুটি শুরু হয় ডিসেম্বরের ২৭ তারিখ থেকে। ছুটি চলে জানুয়ারির ১ তারিখ পর্যন্ত।

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনা থাইল্যান্ডে নিয়মিত ঘটনা। ছুটির সময় ৩০৭৬টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে ৩৯ শতাংশ দুর্ঘটনা ঘটে মদ্যপানের পর গাড়ি চালানোর কারণে। এর মধ্যে ৭৯ শতাংশ দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। দেশের সবগুলো প্রদেশের মধ্যে হতাহতদের সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন ব্যাংককে।

থাইল্যান্ডে ২০১৭ সালের নববর্ষের অনুষ্ঠানের সময় ৪৮০ জন নিহত হন। বিশ্বের বেশ কয়েকটি ভয়ানক সড়ক থাইল্যান্ডে। নববর্ষের ছুটিতে এই সড়কগুলো দিয়ে শহর থেকে লাখো শ্রমিক বাড়ি ফেরে। এ সময় পথে অনেকটা চাপ বেড়ে যায়।

২০১৪ সালে থাইল্যান্ডে নতুন সরকার ক্ষমতায় আসে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধে কঠোর আইন করা হয়। তবুও সড়কে মৃত্যু কমেনি।