ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ২১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে জাকার্তা পোস্ট।

বিজ্ঞাপন

খবরে বলা হয়েছে, দেশটিতে বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক এই বন্যা। মৌসুমি বন্যায় ৩০ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে টানা বর্ষণে দেশটির রাজধানী জুড়ে আবাসিক ও বাণিজ্যিক এলাকা ডুবে গেছে।

এতে করে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম শহরটির কিছু অংশে রেল চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

দেশটির সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জোকো হরিয়ান্ত রয়টার্সকে এক বার্তায় বলেছেন, দেশটিতে এখন পর্যন্ত মৃত্যের সংখ্যা ২১ জন।

তিনি জানান, নববর্ষের প্রথমদিনে ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানী জাকার্তা ও আশপাশের এলাকার ঘরবাড়ি ও সড়ক বন্যার পানিতে ডুবে গেছে। এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।