চিকিৎসকদের বাঁচাতে চীনের বিশেষ আইন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চিকিৎসকদের সহিংসতা থেকে রক্ষা করতে চীনের নতুন আইন, ছবি: বিবিসি

চিকিৎসকদের সহিংসতা থেকে রক্ষা করতে চীনের নতুন আইন, ছবি: বিবিসি

চিকিৎসক ও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীদের সহিংসতা থেকে রক্ষা করতে বিশেষ আইন করলো চীনা সরকার। বেইজিংয়ের একটি হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যা করার একদিন পরেই দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নতুন এই আইনের ফলে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যাক্তি চিকিত্সক ও চিকিৎসাকর্মীদের হুমকি বা কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। আর ক্ষতি করলে তাদেরকে জেল ও জরিমানার মুখে পড়তে হবে। ২০২০ সালের ১ জুন থেকে এই আইন কার্যকর হবে।

বিজ্ঞাপন

বেইজিং হাসপাতালে নিহত চিকিৎসক সম্পর্কে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইয়াং ওয়েন নামের ওই চিকিৎসক জরুরি বিভাগে কাজ করত। সেখানে ভর্তি থাকা এক রোগীর স্বজন তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

আইনটির বিষয়ে চীনা স্বাস্থ্য কমিশনের একজন কর্মকর্তা বলেন, বেইজিংয়ের এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত ও ক্ষুব্ধ হয়েছি। নতুন আইন বাস্তবায়িত এ অবস্থার পরিবর্তন হবে।

চীনে হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ওপর হামলা নতুন নয়। চীনা সংবাদ মাধ্যম সিজিটিএন'র তথ্য মতে ২০১৮ সালে ১২টি হাসপাতালে সহিংসতা হয়েছে। আর এতে মারা গেছে দুইজন চিকিৎসাকর্মী।

এছাড়া একটি অনলাইন গবেষণায় দেখা যায়, চীনের ৮৫ শতাংশ চিকিৎসক ও হাসপাতালের কর্মী সহিংসতার শিকার হয়েছেন।