যৌনকর্মীদের শাস্তি কমছে চীনে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চীনে যৌনকর্মীদের আটকে রেখে কাজ করানো হয়/ ছবি: বিবিসি

চীনে যৌনকর্মীদের আটকে রেখে কাজ করানো হয়/ ছবি: বিবিসি

চীন পতিতাবৃত্তির জন্য শাস্তি ব্যবস্থা রহিত করতে যাচ্ছে। আগে যৌনকর্মীদের পুলিশ দুই বছরের জন্য আটকে রাখতে পারতো। এই ব্যবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে।

আটক যৌনকর্মীদের আটকে রেখে কাজ করাতে বাধ্য করা হয়। তাদের পুতুল বানানোর কাজ এবং গৃহস্থালির জিনিসপত্র বানাতে হয়।

বিজ্ঞাপন

রবিবার  (২৯ ডিসেম্বর) থেকেই আটকে রাখার ব্যবস্থা শেষ হতে যাচ্ছে। যারা এখনো বন্দি রয়েছেন তাদের শিগগিরই ছেড়ে দেওয়া হবে বলে চীনের গণমাধ্যম সিনহুয়ার বরাতে খবর প্রকাশ করেছে বিবিসি।

চীনে পতিতাবৃত্তি অবৈধ। এর শাস্তি ১৫ দিনের জেল থেকে পাঁচ হাজার ইউয়ান হতে পারে।

চীনের দাবি, পতিতাদের আটকে রেখে শিক্ষা প্রদান করলে সামাজিক পরিবেশ সুন্দর থাকে। প্রায় বছর বিশেক আগে এটি সকলের সামনে আসে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় দাবিটি ভুল প্রমাণিত হয়।

২০১৩ সালের দিকে একটি এনজিও এশিয়া ক্যাটালিস্ট একটি গবেষণা পরিচালনা করে। গবেষণায় ৩০ জন যৌনকর্মীর সাক্ষাৎকার যুক্ত করা হয়।

গবেষণার ফলাফল বলছে যে, যৌনকর্মীদের আটকে রাখা হলে তারা নতুন কোন বিষয় শিখে না। ফলে ছাড়া পাওয়ার পর তারা পুনরায় যৌন ব্যবসায় যুক্ত হয়।