জাপানে ১২ বছরে প্রথম বিদেশির ফাঁসি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৪০ বছর বয়সী এক চীনা নাগরিকের ফাঁসি কার্যকর করেছে জাপান। চীনা নাগরিক ওয়েই ওয়েইয়ের মৃত্যু কার্যকরের মাধ্যমে ১২ বছরের মধ্যে প্রথম বিদেশি হিসেবে জাপানে কারও ফাঁসি হলো। ২০০৭ সালে জাপানে বিদেশি নাগরিকের মৃত্যুর বিধান চালু করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ওয়েইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১২ সালে শিনজো অ্যাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি ৩৯তম ফাঁসি দেওয়ার ঘটনা।

বিজ্ঞাপন

আল-জাজিরা জানায়, এক জাপানি পরিবারের চার সদস্যকে হত্যার দায়ে এ দণ্ড দেওয়া হয়। ২০০৩ সালে আরও দুই চীনা নাগরিকসহ এ হত্যাকাণ্ড সংঘটিত করে ওয়েই ওয়েই।

হত্যার পর চীনে পালিয়ে যায় দুই সহযোগী। তবে সেখানে গ্রেফতার হন তারা। ২০০৫ সালে এদের একজনকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেয় চীন সরকার।

২০০৭ সালের আগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করতো না জাপান। ওয়েই ওয়েই প্রথম বিদেশি ব্যক্তি যার পরিচয় প্রকাশ পেলো তার মৃত্যু কার্যকর হওয়ার পর।

গ্রুপ সেভেন বা জি-সেভেন দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর জাপানই দ্বিতীয় দেশ যেখানে মৃত্যুদণ্ড প্রচলিত রয়েছে। দেশটির অধিকাংশ জনগণ মৃত্যুদণ্ডকে সমর্থন করে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।