জটিল হৃদরোগে আক্রান্ত নওয়াজ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জটিল হৃদরোগে আক্রান্ত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তবে, চিকিৎসা শুরু করার আগে তার শরীরে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানান ড. আদনান খান।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক টুইট বার্তায় আদনান খান লিখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের হৃদরোগের পুরো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। জটিল করোনারি আর্টারি (হৃদপিণ্ডে রক্ত সঞ্চালক ধমনী) বা ইসকেমিক হার্ট ডিজিজ রোগ সনাক্ত করা হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে ১৯ নভেম্বর চিকিৎসার জন্য নওয়াজ শরিফকে লন্ডনে নেয়া হয়। চিকিৎসা নিতে দেশ ছাড়ার সরকারি অনুমতি পাওয়ার তিন সপ্তাহ পর লন্ডনে নওয়াজকে নেন তার ভাই শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর বিভিন্ন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন দফায় গ্রেফতারের পর তাকে ছেড়েও দেয় হয়। সর্বশেষ চলতি বছরের আগস্টে তাকে আবার গ্রেফতার করা হয়। তবে, স্বাস্থ্যগত কারণে চলতি বছরের অক্টোবরে তাকে জামিন দেয় হয়।