নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনার পর উদ্ধার কাজ করা হচ্ছে, ছবি: এএনআই

দুর্ঘটনার পর উদ্ধার কাজ করা হচ্ছে, ছবি: এএনআই

নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একশ মিটার নিচে খাদে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন। রোববার (১৫ ডিসেম্বর) দেশটির সিন্ধুপালচোকের অরণিকো হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বাসটি দোলখা জেলার কালিনচোক থেকে ভক্তপুরের দিকে যাচ্ছিল। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একশ মিটার নীচে পড়ে যায়।

এ দুর্ঘটনায় তিন শিশুসহ মোট ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১২ জন দুর্ঘটনা স্থলে ও বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে।

এ বিষয়ে দেশটির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের উদ্ধার করে দ্রুত আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার কারণ হিসেবে নির্মাণাধীন রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানোকে দায়ী করছে পুলিশ।

সড়ক দুর্ঘটনা নেপালের জন্য নতুন নয়। চলতি বছরের নভেম্বরে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৭ জন যাত্রী নিহত হয়।