নিউজিল্যান্ডের অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকর্মীদের অভিযান চলছে, ছবি: সংগৃহীত

উদ্ধারকর্মীদের অভিযান চলছে, ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এই নিয়ে অগ্ন্যুৎপাতে ১৬ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। অগ্ন্যুৎপাতে দগ্ধ হলে তাকে নিজ দেশে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এখনো ২০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, পুলিশ জানিয়েছে নিখোঁজের তালিকায় এখনো ২ জন রয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার তাদের খোঁজে অভিযান চালালেও ব্যর্থ হয় উদ্ধারকর্মীরা।

ডেপুটি পুলিশ কমিশনার মাইক ক্লেমেন্ট জানান, ৮ পুলিশসহ উদ্ধারকর্মীরা প্রায় ৭৫ মিনিট পুরো এলাকা তল্লাশি চালায়। তারা আশা করছিলেন একটি মরদেহ তারা উদ্ধার করতে পারবেন।