আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বাগরামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন।

বুধবারের (১১ ডিসেম্বর) পারওয়ান প্রদেশে অবস্থিত ঘাঁটির দক্ষিণ প্রবেশদ্বারে এ হামলা হয়। এতে আহত পাঁচজনই আফগান নাগরিক। পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার এ তথ্য জানিয়েছেন।

আফগান ও ন্যাটো কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, হামলায় পাঁচজন আহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের জন্য নির্মিত একটি মেডিকেল স্থাপনা বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন মিশনের সহায়তায় এ মেডিকেল স্থাপনাটি পরিচালিত হয়। তবে এতে কোনো মার্কিন সেনা হতাহত হননি।

এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

বিজ্ঞাপন

ওয়াহিদা শাহকার আরো বলেন, হামলাকারীরা ঘাঁটিতে প্রবেশ করার চেষ্টা করলে মার্কিন বাহিনীর সঙ্গে তাদের প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। হামলাটি দ্রুত প্রতিহত করা হয়েছে।