ধর্ষণ মামলার শুনানিতে যাওয়ার পথে ধর্ষিতার গায়ে আগুন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘটনাস্থলে পুলিশ আলামত সংগ্রহ করছে, ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে পুলিশ আলামত সংগ্রহ করছে, ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে আদালতের পথে যাওয়ার সময় ধর্ষিতার গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণ মামলার আসামিসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উত্তরপ্রদেশের উন্নাওয়ে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবতীর শরীরের ৬০ থেকে ৭০ শতাংশই মারাত্মকভাবে পুড়ে গেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রদেশটির পুলিশ জানায়, চলতি বছরের মার্চ মাসে ২৩ বছরের এক যুবতী একই গ্রামের দুই পুরুষের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। বৃহস্পতিবার সকালে ওই মামলায় শুনানির দিন ঠিক করেন আদালত। মামলার রায় জানতে আদালতের উদ্দেশ্যে সময়েই তার গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে কয়েকজন। আগুনের তার শরীরের ৬০ থেকে ৭০ শতাংশই মারাত্মকভাবে পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।