ফের ঘোড়ায় চড়ে মাউন্ট পেকতুতে কিম

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুইমাসেরও কম সময়ে মাউন্ট পেকতুত পরিদর্শনে কিম

দুইমাসেরও কম সময়ে মাউন্ট পেকতুত পরিদর্শনে কিম

প্রিয় ঘোড়া নিয়ে আবারো দেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট পেকতুর পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

দেশটির এক কূটনীতিক বলছেন, পর্বতটি পরিদর্শন কিমের জন্য নতুন কিছু নয়। এই পর্বত তার কাছে বিশেষ কিছু। কারণ এ পর্বতেরই কোনো এক গ্রামে তার বাবা কিম জং ইল জন্মেছিলেন। যে কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে এই পাহাড় পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন

সর্বশেষ চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে এই পাহাড় পরিদর্শনে এসেছিলেন কিম।

স্ত্রী ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের নিয়ে পেকতু পর্বত পরিদর্শন করেন কিম।

বুধবার (৪ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ কিমের পাহাড় পরিদর্শনের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় সাদা ঘোড়ায় চড়ে কিম তার স্ত্রী ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের নিয়ে বরফ ঢাকা পেকতু পর্বত পরিদর্শন করছেন। কিমের সফরসঙ্গীরাও ঘোড়ায় ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কেসিএনএ জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে দেশ-বিদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে নিজ দলের নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন কিম। বৈঠকে বড় সিদ্ধান্ত আসতে পারে।

তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সেটা সুর্নিদিষ্ট করে জানাতে পারেনি সংবাদ সংস্থাটি।