জর্ডানে অগ্নিকাণ্ডে নিহত ১৩ পাকিস্তানি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জর্ডানে অগ্নিকাণ্ড/ ছবি: দ্য ন্যাশনাল

জর্ডানে অগ্নিকাণ্ড/ ছবি: দ্য ন্যাশনাল

জর্ডানে একটি কৃষিখামারে অগ্নিকাণ্ডে ১৩ পাকিস্তানি নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাত শিশু ও চার নারী রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামারটি জর্ডানের রাজধানী আম্মান থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। খামারে অস্থায়ীভাবে তৈরি বাড়িতে অবস্থান করছিলো দুটি পাকিস্তানি পরিবার। তারা সেখানে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলো। জর্ডানে হাজার হাজার পাকিস্তানি কৃষি শ্রমিক হিসেবে কর্মরত রয়েছে।

বিজ্ঞাপন

জর্ডানের অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জর্ডানের প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজ। এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

দেশটিতে অস্থায়ীভাবে তৈরি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ঘটে থাকে। অনেক সময় নিম্মখানের ধাতব পদার্থ নিয়ে তৈরি ঘর উত্তপ্ত হয়ে আগুন লেগে যায়।