সাইবেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাইবেরিয়ায় একটি যাত্রীবাহী বাস বরফাচ্ছন্ন নদীতে পড়ে ১৯ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। রোববার (১ ডিসেম্বর) পূর্ব সাইবেরিয়ার জাবাইকালস্কি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

সরকারি কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, পূর্ব সাইবেরিয়ার জাবাইকালস্কি অঞ্চলে কুয়েঙ্গা নদীর উপরের ব্রিজ পার হওয়ার সময় বাসের একটি টায়ার ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বরফাচ্ছন্ন নদীতে পড়ে যায়।

এছাড়া বাসটিতে ৪০ জন যাত্রী ছিল বলে জানায় তারা। বাসটি শ্রেনটস্ক থেকে চিতার দিকে যাচ্ছিল।

জাবাইকালস্কি অঞ্চলের গভর্নরের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। এছাড়া উদ্ধারকাজ অব্যাহত রয়েছে ও উদ্ধার কাজে দুইটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনা কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে রাশিয়া।

রাশিয়া সড়ক দুর্ঘটনা নতুন নয়। দেশটিতে অ্যালকোহল, ভঙ্গুর সড়ক ব্যবস্থা এবং ট্র্যাফিক নিয়ম অমান্য করায় প্রায়শ দুর্ঘটনা ঘটে থাকে। তবে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমলেও প্রতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২০ হাজার লোক মারা যায়।