হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করল চীন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেইজিংয়ে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্টাড/ ছবি:

বেইজিংয়ে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্টাড/ ছবি:

হংকং ইস্যুতে বেইজিংয়ে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্টাডকে তলব করেছে চীন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলের প্রতিবাদ জানাতে সোমবার (২৫ নভেম্বর) তাকে তলব করা হয়। 

রয়টার্স বলছে, হংকং-এর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সুরক্ষায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটে ‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাসি অ্যাক্ট’ নামক একটি বিল পাস হয়। এখন বিলটি প্রতিনিধি পরিষদে যাবার অপেক্ষা। এখানে পাস হলে বিলটি ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে।

বিজ্ঞাপন

এই বিল পাসেই যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে চীন। চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী জেং জিগুয়াং যুক্তরাষ্ট্রকে হংকং ইস্যুতে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন।

তার দাবি, আন্তর্জাতিক আইন ও রীতি-নীতির তোয়াক্কা না করেই যুক্তরাষ্ট্র হংকং ইস্যুতে বিক্ষোভকারীদের উসকানি দিচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, হংকং-এর জনগণ স্বাধীনতা চায়। চীন-ব্রিটিশ যৌথ ঘোষণাপত্রে এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখন লঙ্ঘন করছে চীন।

গত কয়েক মাস ধরে হংকং-এর গণতন্ত্রপন্থীদের আন্দোলন চলছে। এক সময় এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়, এবং এই সহিংসতা চরম আকার ধারণ করে।

এ দিকে হংকং-এর স্থানীয় নির্বাচনে চীনপন্থীদের ডুবিয়ে জয় পেয়েছে গণতন্ত্রপন্থীরা।