সরকারি চাকরির আশায় বাবাকে খুন

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরি, যা একটি সোনার হরিণ। সবারই আকাঙ্ক্ষা থাকে সরকারি চাকরির। আর ভারতে সরকারি চাকরির অবস্থা আরও খারাপ। দেশটিতে ক্লিনার পদের জন্য লড়ছেন অনেক উচ্চ শিক্ষিতরা। তবে দেশটিতে একটি নিয়ম রয়েছে, যেখানে সরকারি চাকরি থাকা অবস্থায় কেউ মারা গেলে সেই চাকরি পাবে তার সন্তান।

তাইতো বাবার সরকারি চাকরির আশায় বাবাকে খুন করল এক সন্তান। চলতি সপ্তাহের রোববার (১০ নভেম্বর) ভারতের ছত্তিশগড়ে জসপুর জেলার সান্না গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বাবা (মানবির সাই) দেশটির স্বাস্থ্য সেন্টারে চাকরি করত। তার লাশ গ্রামের নিকট একটি জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার মাথায় আঘাতের চিহ্ন পায় পুলিশ।

মঙ্গলবার পুলিশ কর্তৃপক্ষ থেকে জানানো হয়, মানবির সাইকে (বাবা) হত্যা করা হয়েছে। আর এই হত্যায় তার ছোট ছেলে জেভান ও তার আরও দুই সঙ্গী জড়িত। সোমবার তাদের আটক করা হয়েছে। এছাড়া জেভান তার বাবার চাকরির জন্য তাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।