রোহিঙ্গা ইস্যুতে সু চি’র বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অং সান সু চি, ছবি: সংগৃহীত

অং সান সু চি, ছবি: সংগৃহীত

রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের দায়ে অং সান সু চি’র বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় মিয়ানমারের শীর্ষস্থানীয় একাধিক কর্মকর্তাও আছেন।

বুধবার (১৩ নভেম্বর) রোহিঙ্গা ও লাতিন আমেরিকান কয়েকটি মানবাধিকার সংগঠন এই মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

ইউনিভার্সাল জুরিসডিকশন'র আওতায় দায়ের করা মামলায় রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছে।

এদিকে প্রথম বারের মতো শান্তিতে নোবেল বিজয়ী সু চি রোহিঙ্গা নির্যাতনের দায়ে মামলার মুখোমুখি হয়েছেন। 

এ নিয়ে আইনজীবী টমাস ওজেয়া বলেন, এই অভিযোগ গণহত্যার জন্য দায়ের করা হয়েছে। একইসঙ্গে অপরাধী ও তার সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এছাড়া গণহত্যার সব তথ্য প্রকাশের জন্যও দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনায় এই মামলা করেছি কারণ এভাবে মামলা দায়ের করার সুযোগ এখানে ছাড়া আর কোথাও পাব না।

এর আগে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমার সরকারের বিরুদ্ধে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে।