গেমিং আসক্তি কমাতে চীন সরকারের কারফিউ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গেমিং- অন্যতম বড় মার্কেট চীন/ছবি: নিউইয়র্ক টাইমস

গেমিং- অন্যতম বড় মার্কেট চীন/ছবি: নিউইয়র্ক টাইমস

চীন সরকার দেশটিতে অনলাইন গেমসের ওপর এক ধরণের কারফিউ জারি করেছে। ভিডিও গেমিং আসক্তি কমাতে চীন সরকারের সর্বশেষ পদক্ষেপ এটি। দেশটির সরকার এই আসক্তিকে শিশুদের স্বাস্থ্যের জন্য হানিকর বলে মনে করছে।

এই নতুন আইনে আঠারো বছরের কম বয়সীরা রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত গেম খেলতে পারবে না। তাদের প্রতি সরকারি ছুটির দিনে ও সপ্তাহান্তে ৩ ঘণ্টা গেম থেকে বিরত থাকতে হবে। আট থেকে ষোল বছর বয়সীরা মাসে ২০০ ইউয়ান খরচ করতে পারবে। ষোল থেকে আঠারোর মধ্যের কিশোর-কিশোরীরা মাসে খরচ করতে পারবে ৪০০ ইউয়ান।

বিজ্ঞাপন

চীন পৃথিবীর বড় গেমিং মার্কেটের একটি। গত মঙ্গলবার দেশটির সরকার গেমিংয়ের কিছু নতুন নীতিমালা জারি করেছে। 

চীন বারবার ভিডিও গেমিং নিয়ে সমালোচনা করছে। ২০১৮ সালে চীন সরকার 'গেমিং রেগুলেটর' প্রতিষ্ঠা করে। একই বছর তারা নতুন কোন গেম অনুমোদন সাময়িকভাবে বন্ধ করে দেয়।

কতটুকু ক্ষতিকর এই ভিডিও গেমস?

গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গেমে আসক্তিগুলোর একটি তালিকা প্রণয়ন করে। একে তারা ‘গেমিং ডিস অর্ডার’ নামে নামকরণ করেন। 


কয়েকটি দেশে অতিরিক্ত গেমিংকে স্বাস্থ্যগত সমস্যা হিসেবে দেখা হয়।অনেক দেশে এর চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিক রয়েছে।