প্রতিবাদী গান গেয়ে দেশছাড়া থাই ব্যান্ড

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের লোকগানের ব্যান্ড 'ফাইয়েন'

থাইল্যান্ডের লোকগানের ব্যান্ড 'ফাইয়েন'

প্রতিবাদী গান গেয়ে প্রায় পাঁচ বছর ধরে দেশছাড়া থাইল্যান্ডের লোকগানের ব্যান্ড 'ফাইয়েন'র সদস্যরা। দেশে ফেরা ভয়ানক হতে পারে, এ কারণে  তারা ফ্রান্সে আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন।  

'ফাইয়েন' তাদের গানে থাই রাজতন্ত্র এবং সামরিক বাহিনীর সমালোচনা করত। এতে সামরিক বাহিনী ও রাজার সমর্থকদের রোষানলে পড়ে ব্যান্ডটির সদস্যরা। 

বিজ্ঞাপন

২০১৪ সালে পালিয়ে পাশের দেশ লাওসে আশ্রয় খুঁজেন 'ফাইয়েন' সদস্যরা। সেখানেও তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাদের সঙ্গে পালানো আরও ছয়জন এক্টিভিস্ট সেখান থেকে নিখোঁজ হন। পরে দুইজনকে মেকং নদীর তীরে মৃত অবস্থায় পাওয়া যায়। লাওসে নিরাপদ বোধ না করায় ফ্রান্সে চলে আসেন তারা।

বিশ্বের সবচেয়ে কঠোর রাজতন্ত্র অবমাননা আইন থাইল্যান্ডে। দেশটির সামরিক বাহিনীর সমালোচনা করে অনেককেই কপালে জোটে মৃত্যু।