সাগরে ৩৭ ঘণ্টার ভাগ্য পরীক্ষায় মিষ্টি খেয়ে জীবন রক্ষা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারের পর নারী পর্যটক / ছবি: বিবিসি

উদ্ধারের পর নারী পর্যটক / ছবি: বিবিসি

গ্রিসের উপকূলে দুইদিন একটি ডিঙি নৌকায় ভেসে থাকার পর এক নারী পর্যটককে সাগর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ওই পর্যটক মিষ্টি খেয়ে বেঁচে ছিলেন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) এমনই এক খবর প্রকাশ করেছে বিবিসি। উদ্ধারের পর ওই পর্যটক পানিশূন্যতায় ভুগছিলেন

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদন বলছে, ৪৫ বছর বয়সী নিউজিল্যান্ডের নাগরিক কুশিলা স্টেইনকে ক্রিটের উত্তরে এজিয়ান সাগর থেকে রোববার উদ্ধার করা হয়।

সাগরে ৩৭ ঘণ্টার এ ভাগ্য পরীক্ষায় মিষ্টি খেয়ে তিনি বেঁচে ছিলেন। উষ্ণ থাকতে তিনি নিজেকে একটি প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে রাখেন।

অভিজ্ঞ নাবিক স্টেইন এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে একটি লাল ব্যাগ মাথায় জড়িয়ে রাখেন এবং একটি আয়না ব্যবহার করেন।

দীর্ঘ অনুসন্ধানের পর কোস্ট গার্ড তাকে গ্রিসের সর্ববৃহৎ দ্বীপ ক্রিট থেকে ৫৫ নটিক্যাল মাইল দূর থেকে তাকে উদ্ধার করে।