মিয়ানমারে বেড়ে চলেছে শিশু অপরাধীর সংখ্যা

  • স্পেশাল করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

মিয়ানমারে একটি প্রশিক্ষণ শিবির

মিয়ানমারে একটি প্রশিক্ষণ শিবির

মিয়ানমারে দিনে দিনে বেড়েই চলেছে শিশু অপরাধীদের সংখ্যা। শিশু অপরাধীদের সংশোধনের জন্য প্রশিক্ষণ ক্যাম্প বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউ সো অং।

রাজধানী নেপিডোতে নতুন একটি প্রশিক্ষণ শিবির তৈরি করা হবে। এ জন্য জমি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মিয়ানমারের সংসদে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৪ নভেম্বর) মিয়ানমারের সংসদে (নিম্ন কক্ষে) সংসদ সদস্য খিন সো সো চি’র এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, আমরা দেশের বিভিন্ন অঞ্চল এবং রাজ্যে আরও প্রশিক্ষণ শিবির তৈরি করব।

ইউ সো অং বলেন, দেশের আইন অনুসারে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে দেশের প্রশিক্ষণ শিবিরগুলোতে অনেক বেশি ভিড়। যেখানে ২০০ জনের ধারণক্ষমতা রয়েছে সেখানে ৭০০ জনকে রাখা হয়েছে।

শিশু অপরাধীদের জন্য মিয়ানমারে ১০টি প্রশিক্ষণ শিবির রয়েছে। এর মধ্যে ইয়াঙ্গুন অঞ্চলে পাঁচটি, মান্দালয় অঞ্চলে দুটি এবং আইয়ারওয়াদী অঞ্চল, শান রাজ্য এবং সোম রাজ্যে একটি করে শিবির রয়েছে।