কাশ্মীরে গ্রেনেড হামলায় একজন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেনেড হামলার পর নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ, ছবিঃ দ্যা হিন্দু

গ্রেনেড হামলার পর নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ, ছবিঃ দ্যা হিন্দু

ভারত অধ্যুষিত কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

সোমবার (৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ২০মিনিটের দিকে শহরটির একটি সবজি মার্কেটে এই হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হামলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানায় তারা। খবরঃ-এনডিটিভি

বিজ্ঞাপন

আর হামলার পর পুরো বাজারকে ঘিরে রেখেছে শহরটির নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই অঞ্চলটিতে হামলা চালিয়ে আসছে জঙ্গি গোষ্ঠীরা। তারা অঞ্চলটির সাধারণ নাগরিক এবং কাজের সন্ধানে আসা বহিরাগতদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ দুই সপ্তাহের মধ্যে এটি তৃতীয় গ্রেনেড হামলা। আর গত সপ্তাহে জঙ্গিদের হামলায় পাঁচ বাঙালি নিহত হয়।