নেপালে বাস নদীতে পড়ে ১৭ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত বাসের উদ্ধার কাজ, ছবিঃ  সংগৃহীত

দুর্ঘটনা কবলিত বাসের উদ্ধার কাজ, ছবিঃ সংগৃহীত

নেপালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫০। রোববার (৩ নভেম্বর) দেশটির সিন্ধু পালক জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। খবরঃ- এএফপি

সরকারি পক্ষ থেকে জানানো হয়, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে সিন্ধু পালক জেলায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ মিটার নিচে সানকোসি নদীতে পড়ে যায়। এতে ১৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়। নিহতের মধ্যে ৭ জন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিন্ধু পালক জেলার প্রধান গোমা দেবী চেমজং বলেন, 'এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং আরও ৫০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, 'বাসে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।'

তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

দেশটির পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা যায়।

উল্লেখ্য, হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটিতে প্রায় দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি বছরের অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়।