আফগানিস্তানে মাইন বিস্ফোরণ, নিহত ৯ শিশু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: এনডিটিভি

ছবি: এনডিটিভি

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে নয় শিশু নিহত হয়েছে। স্কুলে যাওয়ার পথে এই হতাহতের ঘটনা ঘটে। তারা সবাই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার (২ নভেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে এ ঘটনা ঘটে। খবর- এনডিটিভি

স্থানীয় পুলিশের মুখপাত্র খলিল আসির বলেন, এলাকাটি তালেবানের নিয়ন্ত্রণে। তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান শুরুর পর তালেবান এলাকাটিতে এ্যান্টি-পার্সোনাল মাইন পুঁতে রাখে। তাদের পুঁতে রাখা মাইনের বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে শিশুদের বয়স ৯ থেকে ১২ বছর।

বিজ্ঞাপন

তবে কে বা কারা এই মাইনটি পুতে রেখেছিলো তা এখন পর্যন্ত জানা যায়নি। এখন পর্যন্ত কেই এর দায় স্বীকার করেনি।। এদিকে নিহত শিক্ষার্থীদের মধ্যে তালেবান পরিবারের চার শিশু রয়েছে বলে দাবি করেছেন পুলিশের এই মুখপাত্র।