১১ হাজার ৩শ বছর পূর্বের মন্দিরের সন্ধান তুরস্কে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রত্নতাত্ত্বিকদের খননকার্য চলছে / ছবি : ডেইলি সাবাহ

প্রত্নতাত্ত্বিকদের খননকার্য চলছে / ছবি : ডেইলি সাবাহ

দক্ষিণ-পশ্চিম তুরস্কের মার্দিন প্রদেশে প্রায় ১১ হাজার ৩শ বছর পূর্বের একটি মন্দিরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকগণ। সম্প্রতি সন্ধান পাওয়া নিওথিলিক যুগের এ মন্দিরটির তিনটি স্তম্ভ অক্ষত অবস্থায় রয়েছে।

খননকার্যের সঙ্গে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক পরামর্শদাতা আরতুকলু বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন অধ্যাপক বলেন, সদ্য আবিষ্কৃত মন্দিরটি সভ্যতার শুরুর সময়ে নির্মিত।

বিজ্ঞাপন

এই গবেষক আরও বলেন, আমরা মন্দিরের চারটি স্তম্ভ উদ্ধার করতে সমর্থ হয়েছি। এর মধ্যে তিনটিই অক্ষত অবস্থায় রয়েছে। অন্যটিকে ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। অক্ষত তিনটিকেই সংরক্ষণ করা হয়েছে।

গবেষকগণ এখনও পর্যন্ত মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেননি। ৮০ বর্গমিটারের এই মন্দিরের ভাঙা পাথুরে দেয়ালগুলো শক্ত কাদামাটি দ্বারা ঢেকে রয়েছে। এর ভিত্তি পর্যন্ত পৌঁছাতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি।

সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতার এ অঞ্চলে প্রাপ্ত এই মন্দিরটি অন্যতম পর্যটনকেন্দ্র হতে পারে বলে মনে করছেন স্থানীয় নাগরিকগণ।