শক্তি বাড়িয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'মহা'

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্যাটেলাইটে ঘূর্ণিঝড় 'মহা'র অবস্থান/ছবি: সাইক্লোন.কম

স্যাটেলাইটে ঘূর্ণিঝড় 'মহা'র অবস্থান/ছবি: সাইক্লোন.কম

শিগগিরই ভারতের গোয়া উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মহা'। ক্রমশ শক্তি বৃদ্ধি করে অগ্রসর হচ্ছে আরব সাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়। এর প্রভাবে গত ২৪ ঘণ্টাব্যাপী উপকূলীয় রাজ্যগুলোতে প্রবল বৃষ্টিপাত চলছে।

শনিবার (২ নভেম্বর) ভারতের আবহাওয়া অধিদফতরের বরাতে এসব খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড় 'মহা' গুজরাট থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং গোয়া থেকে ৫৭০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে অবস্থান করছে।

উৎসে ঘূর্ণিঝড় ‘মহা’র গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকার গ্রামগুলো প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। 'মহা'র কারণে শুক্রবার সকাল থেকে লাক্ষাদ্বীপে রেড এলার্ট জারি করা হয়েছে।