চীনে বন্ধ হলো কাচের সেতু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য কাচ নির্মিত সেতুসহ বেশ কয়েকটি পর্যটন স্থাপনা বন্ধ করে দিয়েছে চীন।

চীনের একটি প্রদেশে হাঁটার পথ ও সেতুসহ কাচ নির্মিত ৩২টি পর্যটনস্থান বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে ২০১৮ সালের মার্চ থেকে দেশটির হেবেই প্রদেশের ২৪টি পর্যটনস্থান বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

বিজ্ঞাপন

সমগ্র চীনে অনেকগুলো কাচনির্মিত দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে। সম্প্রতি এসব জায়গায় দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত দু’জনের।

এক হিসেবে দেখা গেছে, চীনে প্রায় ২ হাজার ৩০০টি কাচের সেতু রয়েছে। হুনান প্রদেশে জানজিয়াজি সেতু ২০১৬ সালে উন্মুক্ত করা হয় যা ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাচের সেতু।

চলতি বছরের শুরুর দিকে দেশটির গুয়াংজি প্রদেশে বৃষ্টিতে পা পিছলে একটি গ্লাস স্লাইড থেকে পড়ে এক পর্যটক নিহত ও ছয়জন আহত হন।

চীনে এই কাচ স্থাপনাগুলো নির্মাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে পর্যটকদের আকর্ষণ করা। এই স্থাপনাগুলোর জন্য চীনে অভ্যন্তরীণ পর্যটন শিল্প বেশ সমৃদ্ধ।