চিলিতে বিক্ষোভ, জাতিসংঘের জলবায়ু সম্মেলন বাতিল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জলবায়ু পরিবর্তন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন বাতিল করছে চিলি

জলবায়ু পরিবর্তন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন বাতিল করছে চিলি

সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত থাকায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন বাতিল করছে চিলি। এই সম্মেলনের পাশাপাশি আরও দুইটি আন্তর্জাতিক সম্মেলন বাতিল করেছে দেশটি।

পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের নেতৃত্বে গত এক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশটির সরকার।

বিজ্ঞাপন

বিবিসির দেওয়া এক সংবাদে জানা গেছে, পরবর্তীতে এই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সে জন্য বিকল্প স্থান খুঁজছে জাতিসংঘ।

এদিকে, চলতি বছরের ডিসেম্বরে সিওপি ২৫ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল। পরবর্তী বছরের শুরুতে অ্যাপেক বাণিজ্য হওয়ারও কথা ছিল। তবে বর্তমান বিক্ষোভের কারণে আন্তর্জাতিক এই দুইটি সম্মেলন আয়োজন বাতিল করতে বাধ্য হয় দেশটির সরকার।

চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পাইরেরাকে সম্মেলন বাতিলের বিষয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের সংকট হিসাবে অনেকে যা দেখছেন তাতে এটি চিলির জন্য একটি বিশাল আঘাত।

এদিকে, চলমান আন্দোলনে এখন পর্যন্ত ২০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী নামানো হয়েছে।