পরিবেশ পুরষ্কার নিতে পৃথিবী কন্যা’র অস্বীকৃতি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ পুরষ্কার ও প্রাইজমানি নিতে অস্বীকৃতি জানালেন। কেননা জলবায়ু আন্দোলনের জন্য কোন পুরষ্কার প্রয়োজন হয় না।

পুরষ্কারের জন্য মনোনীত করায় নর্ডিক কাউন্সিলকে ধন্যবাদ জানান ‘পৃথিবী কন্যা’ নামে খ্যাত এই কিশোরী। তিনি বলেন এটা তার জন্য ‘বড় সম্মান’। এক ইন্সটাগ্রাম পোস্টে গ্রেটা ৫ লক্ষ ক্রোনার নিতে অস্বীকৃতি জানান।

বিজ্ঞাপন

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর পরিবেশ সচেতনতা নিয়ে জবাব দিয়েছিলেন তিনি।

গ্রেটা থানবার্গ একজন সুইডিশ স্কুল শিক্ষার্থী যিনি ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিবাদ শুরু করেন। এরপর ২০১৯ সালের ১৫ মার্চ ১১২টি দেশের আনুমানিক ১.৪ মিলিয়ন শিক্ষার্থী তার ডাকে সাড়া দিয়ে জলবায়ু প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে।