কারবালায় বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ, নিহত ১৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারবালায় বিক্ষোভ, ছবি: সংগৃৃহীত

কারবালায় বিক্ষোভ, ছবি: সংগৃৃহীত

শিয়াদের পবিত্র শহর কারবালায় বিক্ষোভকারীদের ওপর ইরাকি নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে কমপক্ষে ১৪ জন নিহত ও কমপক্ষে ৮৬৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল ও নিরাপত্তা সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে নাসিরিয়া শহরে আহত তিন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

দ্বিতীয় দফায় বিক্ষোভ শুরুর পর সোমবার চতুর্থ দিনের মতো রাজপথে নামেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি’র সরকার, অর্থনৈতিক দুরবস্থা, দুর্নীতি ও নানা অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। অক্টোবরের প্রথম দিন থেকে শুরু হওয়া এই অস্থিতিশীলতায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০।

অক্টোবরের প্রথম সপ্তাহে ঘটে যাওয়া প্রথম দফার বিক্ষোভে ১৪৯ জন বেসামরিক নিহত হন বলে ইরাকি সরকারি কমিটির তদন্তে উঠে আসে। এদের প্রায় ৭০ শতাংশ মৃত্যুই মাথায় ও বুকে গুলি লাগার কারণে হয়েছে।

দুই সপ্তাহ বন্ধ থাকার পর ২৫ অক্টোবর আবারও বিক্ষোভ শুরু হয়েছে। নিরাপত্তা রক্ষী বাহিনী সোমবার বিক্ষোভে অংশ নেওয়া স্কুল ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপে করে।