ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় ৯টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ফিলিপাইন ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাতে এ খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

ভূমিকম্পে স্কুলছাত্রসহ মোট ২জন নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কোন সংবাদ না পেলেও ভয়াবহ এ কম্পনে অনেকে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ফিলিপাইনের ম্যানিলা থেকে দক্ষিণে কোটাবাটো প্রদেশের তুলুনান শহরের উত্তর-পূর্বে।

ফিলিপাইনে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। গত ১৬ অক্টোবর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে পাঁচজন নিহত হন। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। ১৯৯০ সালে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০০০ মানুষের প্রাণহানি ঘটে।