চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত ভারতের ‘ইয়োগা গ্র্যান্ডমা’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়োগা গ্র্যান্ডমা

ইয়োগা গ্র্যান্ডমা

ভারতের অন্যতম পরিচিত ও বয়স্ক যোগব্যায়ামের শিক্ষক ভি নানামমাল দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে কইম্বাতরে তার নিজের বাড়িতে মারা গেছেন।

৯৯ বছর বয়সী নানামমাল কয়েক মাস আগে পর্যন্ত দৈনিক একশত শিক্ষার্থীকে যোগব্যায়াম সম্পর্কিত শিক্ষা প্রদান করেছেন। কৃষিনির্ভর পরিবারে জন্ম নেওয়া নানামমালকে যোগব্যায়াম শিখিয়েছিলেন তার বাবা।

বিজ্ঞাপন

জীবদ্দশায় তিনি ৫০টিরও বেশি ভঙ্গি বা আসন আয়ত্ত করতে পেরেছিলেন এবং এক মিলিয়নেরও বেশি শিক্ষার্থীকে যোগব্যায়ামের প্রশিক্ষণ দিয়েছিলেন। তার কাছ থেকে প্রশিক্ষন প্রাপ্তদের মধ্যে বেশিরভাগই এখন বিশ্বজুড়ে যোগ প্রশিক্ষক হিসেবে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন।

‘ইয়োগা গ্র্যান্ডমা’ হিসেবে ভালোবাসার সাথে পরিচিত ছিলেন ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ প্রাপ্ত নানামমাল।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতের পিটিআই বার্তা সংস্থা জানিয়েছে, এক সপ্তাহ আগে বিছানা থেকে পড়ে গিয়েছিলেন তিনি এবং তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।