ফুটওভার ব্রিজের নিচে আটকে গেল প্লেন!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। ফুটওভার ব্রিজের নিচে দিয়ে যেতে গিয়ে আটকে গেল এক প্লেন। আশপাশের মানুষও হতভম্ব হয়ে দেখছে এমন দৃশ্য। অবশ্য এটি দেখার মতই ঘটনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। চীনে ঘটেছে অদ্ভুত এই ঘটনা।

বিজ্ঞাপন

চীনের স্থানীয় গণমাধ্যম জানায়, প্লেনটিকে একটি ট্রেলার ট্রাকে করে স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই ঘটে এই বিপত্তি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ফুটওভার ব্রিজের নিচে এসে আটকে যায় প্লেনটি। এমন অস্বাভাবিক বিপত্তি থেকে উদ্ধার পেতে দুশ্চিন্তায় পড়ে যায় কর্মীরা। কীভাবে প্লেনটি উদ্ধার করা যায় এটা নিয়ে বাঁধে বিপত্তি। মাত্র দুই দিনের ব্যবধানে ভিডিওটি ইউটিউবে এক লাখেরও বেশি মানুষ দেখেছে। ভিডিওটির টুইটার পোস্টে জমা হয়েছে হাজারো কমেন্ট।

বেশিরভাগ মানুষের একই প্রশ্ন কীভাবে উদ্ধার হবে প্লেনটি। এজন্য কি ব্রিজ ভাঙতে হবে?

তবে এ সমস্যাটির সমাধানও হয়েছে বেশ দারুণভাবে। ট্রাক চালকের বুদ্ধিতে প্লেনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাক চালক বুদ্ধি করে ট্রাকের চাকা খুলে নেন। ট্রেলার ট্রাকের চাকা বেশ উঁচু হয়। এজন্য চাকা খুলে ফেলায় প্লেনটি নিচে নেমে আসে। পরে সহজেই প্লেনটি উদ্ধার করা সম্ভব হয়।