করিডর নিয়ে চুক্তি করবে ভারত-পাকিস্তান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

কাশ্মীর নিয়ে টানা উত্তেজনা থাকা সত্ত্বেও শিখদের তীর্থ যাত্রা নিয়ে করিডর চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। সোমবার (২১ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি অনুযায়ী চলতি সপ্তাহের বুধবার (২৩অক্টোবর) তারা একটি চুক্তি করতে যাচ্ছে। আর চুক্তি হলে ভারতের শিখ সম্প্রদায়ের লোকজন বিনা ভিসায় পাকিস্তানে করতারপুরে অবস্থিত শিখদের প্রধান গুরু নানকের মাজারে যেতে পারবে।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে পাকিস্তান থেকে এখনো কিছু বলা হয়নি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন'র মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কাছে এ তথ্য স্বীকার করেছে।

দীর্ঘদিন ধরে ভারতের শিখ সম্প্রদায়ের লোকজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল করতারপুরের মন্দিরে সহজে প্রবেশাধিকার চেয়ে আসছে। আর নতুন করে এই চুক্তির ফলে তাদের আশা পূরণ হবে।

নতুন এই করিডর চুক্তিটি ১২ নভেম্বর শিখ সম্প্রদায়ের গুরু নানকের জন্মদিন থেকে কার্যকর হবে বলে জানা যায়।

তবে এ চুক্তি নিয়ে এখনো কিছু দ্বিমত রয়েছে বলে জানায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, পাকিস্তান প্রতি দর্শনার্থীর জন্য ২০ মার্কিন ডলার দাবি করছে। আর ভারতের দাবি তীর্থ যাত্রীদের থেকে ফি আদায় করা উচিত নয়।

এ করিডর খোলার ফলে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সব থেকে বড় ধর্মস্থান হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের কাশ্মীর নিয়ে চরম উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত আসল। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাদ দেওয়ার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এমনকি পাকিস্তান থেকে পারমাণবিক হামলা চালানোর কথাও বলা হয়। এছাড়া চলতি সপ্তাহের রোববার দেশ দুইটির সেনাবাহিনী কাশ্মীরে একে অপরের ওপর হামলা চালায়। আর এতে ভারতের ২ সেনা সদস্য এবং পাকিস্তানের ৫ সদস্য নিহত হন। আর ১৯৪৭ সালের পর থেকে কাশ্মীর ইস্যুতে দেশ দুইটির মাঝে মোট তিন বার যুদ্ধ বাঁধে।