পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় ২ সেনাসহ নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে ফের গুলিবর্ষণে, ছবি: সংগৃহীত

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে ফের গুলিবর্ষণে, ছবি: সংগৃহীত

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে ফের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (২০ অক্টোবর) ভারতের কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে দুই ভারতীয় সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন বেসামরিক নাগরিক।

ভারতের পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, পুলিশ জানিয়েছে অঞ্চলটিতে ভারতীয় এবং পাকিস্তানিদের মাঝে একটি অস্ত্র বিরতির চুক্তি রয়েছে। চুক্তি অনুসারে অঞ্চলটিতে কোনো পক্ষ গোলাগুলি করতে পারবে না। কিন্তু তা লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে। আর এতে দুই সেনা সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

তবে এখন পর্যন্ত পাকিস্তান এ বিষয়ে কিছু বলেনি।

ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’- এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে ২৯৬ বার, আগস্টে ৩০৭ বার এবং সেপ্টেম্বরে ২৯২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।