ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সিএনএন

ছবি: সিএনএন

ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের মিন্ডাআনো দ্বীপে ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির স্থানীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্য মতে এখন পর্যন্ত এ ঘটনায় ৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

ফিলিপাইন ভলকনোলজি অ্যান্ড সিজমোলজি ইন্সটিটিউটের (ফিভলকস) তথ্য মতে, বুধবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সান্টোস শহরের প্রায় ৪০ মাইল উত্তরে।

বিজ্ঞাপন

তবে ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে ফিলিপাইনের ভূমিকম্পবিদ রেনাটো সলিডাম।

ভূমিকম্পের ফলে দেশটির অনেক স্থাপনা ভেঙে পড়েছে বলে জানা যায়। এ সময় মানুষ ভীত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

এরই মধ্যে ম্যাগসেস শহরের বেশিরভাগ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানায় শহরটির মুখপাত্র অ্যান্টনি আল্লদা।

এদিকে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে এক বৃদ্ধ মারা গেছে। আর বাড়ি ভেঙে পড়ে দুই শিশু এবং ভূমিকম্প থেকে সৃষ্ট ভূমিধ্বসে আরও দুইজন মারা গেছে বলে জানা যায়। অন্যদিকে ভূমিকম্পের সময় একটি শপিং মলে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

ফিলিপাইনে প্রায় হরহামেশায় ভূমিকম্পের ঘটনা ঘটে। এর আগে ভূমিকম্পের ফলে এপ্রিলে ১৬জন এবং জুলাইয়ে নয় জন নিহত হয়েছিল।