অভিবাসী নৌকাডুবে গর্ভবতীসহ ১৩ নারী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবে অন্তত ১৩ জন নারী নিহত হয়েছে। জানা গেছে তাদের মধ্যে কয়েকজন গর্ভবতীও ছিলেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

বৈরি আবহাওয়ার কারণে ইতালীয় দ্বীপ লামপেদুসাতে নৌকাটি আটকে ছিলো। রবিবার খবর পেয়ে ইতালিয়ান কোস্ট গার্ড উদ্ধার অভিযানের উদ্দেশ্যে রওনা করে। কিন্তু ঘটনাস্থলে যেতে সোমবার মধ্যরাত পেরিয়ে যায়। এবং দেখা যায় নৌকাটি ডুবে গেছে।

ইতালির কোস্টগার্ড জানায়, নৌকার যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালানো হলেও তা পুরোপুরিভাবে সফল হয়নি। কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে জানা যায়, অভিবাসীবাহী নৌকাটিতে মোট ৫০ জন যাত্রী ছিলো। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ২২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে সবচেয়ে বেশি শঙ্কার বিষয় হচ্ছে নিখোঁজদের মধ্যে আটজন শিশু রয়েছে বলে জানা গেছে।

জাতিসংঘের তথ্যমতে, এবছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শরণার্থীদের ইউরোপ যাত্রার চেষ্টায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে।