দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিটাগের তাণ্ডবে নিহত ৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিটাগের তাণ্ডব, ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিটাগের তাণ্ডব, ছবি: সংগৃহীত

শক্তিশালী মিটাগের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় অন্তত ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দেশটির সরকার।

ভবন ভেঙে ও পানিতে ডুবে এইসব মৃত্যু হয়েছে বলে জানায় দক্ষিণ কোরিয়ার সরকার।

বিজ্ঞাপন

দেশটির দুর্যোগ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, টাইফুনের আঘাতে শতাধিক ঘরবাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় পনের'শ সাধারণ নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের ফলে দেশটির দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে বলে জানা যায়।

দেশটির বৈদ্যুতিক করপোরেশন থেকে বৃহস্পতিবার জানানো হয়, টাইফুনের আঘাতে প্রায় ৪৪,০৪৫ টি বাড়ি ও ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত ৮৩% মানুষ বিদ্যুৎ ফিরে পেয়েছে বলে জানানো হয়।